বগুড়ার গাবতলী থানা ও পৌর শাখা এবং শাজাহানপুর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মো. সিরাজ এমপি, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলূল বারী তালুকদার বেলাল এই তিন সাংগাঠনিক থানা কমিটি অনুমোদন করেন।
তিনটি কমিটি ২১ সদস্য বিশিষ্ট এবং কমিটিগুলোকে আগামী ৬০ দিনের মধ্যে অধীনস্থ ইউনিটের কমিটি গঠন শেষ করে সম্মেলনের আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে। এর মাধ্যমে জেলা বিএনপি জেলার ২৪টি সাংগাঠনিক থানা শাখার আহ্বায়ক কমিটি গঠন শেষ করল। এর আগে মেয়াদোত্তীর্ণ ২৪টি শাখা কমিটি বিলুপ্ত করে জেলা আহ্বায়ক কমিটি।
নতুন ঘোষিত কমিটিগুলো হলো শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আল মো. আব্দুল হাকিম ও যুগ্ম আহ্বায়ক ডাক্তার বজলুর রহমান মিলু, গাবতলী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক প্রভাষক মো. আশরাফ হোসেন, গাবতলী পৌর শাখার আহ্বায়ক ডাক্তার ছাবেদ আলী ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম।
বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মো. সিরাজ এমপি জানিয়েছেন, জেলার অধীনস্থ সকল ইউনিট ও থানা কমিটি গঠনের পর আগামী জানুয়ারী’ ২০২০ মাসের মধ্যে জেলা সম্মেলন সম্পন্ন হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন