গুজব প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক, কমিউনিটি পুলিশিং সদস্য, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ সর্বস্তরের জনতার সাথে জেলা পুলিশের নাগরিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা আইনজীবি সমিতির সভাপতি একেএম মোসাদ্দেক ফেরদৌসি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকরুল মজিদ খোকন, জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সিদ্দিক আহম্মেদ, শিক্ষা সচিব মাওলানা হযরত আলী, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফজলুল হক, আতিউর রহমান মডেল আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সুরুজ্জামান প্রমুখ।
এছাড়াও জেলা পুলিশের কর্মকর্তা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন