কলেজছাত্রী তামান্না আক্তার টিয়ার হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
সোমবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার পীরগাছা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় স্থানীয় স্কুল কলেজের শিক্ষক, শত শত শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণির পেশাজীবি নারী পুরুষ।
মানববন্ধনে হত্যাকারী শান্ত হোসনের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাগমারার গোয়ালকান্দি ইউনিনের চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউপি সদস্য মাহবুর সরদার, আনিছুর রহমান, সরকুতিয়া দাখিল মাদ্ররাসার সহকারী সুপার নুরশাদ হোসেন, কলেজছাত্রীর স্বজন শাহনাজ পারভীন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকারী শান্ত হোসেনকে খুঁজে বের করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। পরে পীরগাছা বাজরে হত্যাকারী শান্ত হোসেনের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন