বরগুনা শহরের কাঠপট্টি সড়কে একটি গোডাউনে কাঁচা সাগর কলা, কমলা, পেয়ারা ও আনারস মেডিসিন দিয়ে স্প্রে করে পাকানোর চেষ্টায় আ. হালিম নামের একজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হলে তাকে আদালতে সোপর্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী মাজিস্ট্রেট ইয়ানুর রহমান অভিযোগ প্রমাণিত হওয়ায় আ. হালিম (৪২) নামের ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এর আগে অভিযুক্ত ২ ফল ব্যাবসায়ী পালিয়ে যায়।
স্থানীয়রা জানান,কাঠপট্টি সড়কে জন্নাত খান নামক এক ব্যক্তির ঘরে ভাড়া নিয়ে কাঁচামালের ব্যবসা করে আসছে কয়েকজন। প্রতি রাতে কাঁচা ফলে স্প্রে দিয়ে বিষাক্ত মেডিসিন মিশিয়ে ফলে হলুদ বর্ণ করে বাজারে বিক্রি করে আসছে।
বিডি প্রতিদিন/হিমেল