কিশোরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সদর উপজেলার সতাল ও দৌদ্দশত এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জ-চামটা সড়কের সদর উপজেলার সতাল এলাকায় একটি অটোরিকশাকে পিছন দিক থেকে হাওর বিলাসের একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং সাত যাত্রী আহত হন। গুরুতর আহত মর্জিনাকে (৫০) ময়মনসিংহে এবং আবুল কাশেমকে (৪০) ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যদেরকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন দীন ইসলাম (৪০), আকাশ (২৭), ওসমান গণি (২৭), মাজেদা (২২) ও খোকন (২৫)। পুলিশ বাসটি আটক করেছে।
অপরদিকে, বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের সদর উপজেলার চৌদ্দশত এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন আহত হন। স্থানীয়রা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে শ্যামল ছায়া পরিবহনের একটি বাস পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসটি রাস্তার পাশে পড়ে গিয়ে উল্টে যায়। এ ঘটনায় বাসের তিনজন যাত্রী আহত হয়েছেন। আহতরা কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বিডি-প্রতিদিন/মাহবুব