কিশোরগঞ্জের বাজিতপুরে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার সকালে বাজিতপুরের পিরিজপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, পিরিজপুরে র্যাবের চেকপোস্ট পরিচালনার সময় একটি মিনি ট্রাক তল্লাশি করে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। পরে এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার দশধার গ্রামের লালু হোসেনের ছেলে আহলাদ মিয়া (৪০) ও ইছব আলীর ছেলে জুলহাস (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে র্যাবের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদেরকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন