কুষ্টিয়াতে জাতীয়তাবাদী কৃষক দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা বিএনপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের আহ্বায়ক এসএম গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইবাদত আলীর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন মিরপুর ইপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম, মিরাজুল ইসলাম রিন্টু, আব্দুর রাজ্জাক বাচ্চু, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনসার আলী প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন