খুলনার রূপসায় সারজিল ইসলাম সংগ্রাম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহতের মা সাবিনা ইয়াসমীন। একই সাথে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে দেওয়ার দাবি জানানো হয়।
বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সাবিনা ইয়াসমীন এ দাবি জানান। গত ২৬ সেপ্টেম্বর রূপসায় হিমায়ন বরফ কলের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এর মধ্যে আসামি রাহাত শিকদার, সোহেল হাওলাদার, অমিত শেখসহ ৮ জনকে গ্রেফতার করেছে।
এদিকে আসামিরা আদালতে জবানবন্দিতে হত্যাকেণ্ডের মূল পরিকল্পনাকারীর নাম জানিয়েছে। তবে প্রভাবশালী হওয়ায় পুলিশ এখনো তাকে গ্রেফতার করেনি। এতে মামলার তদন্ত কাজে বিঘ্ন হওয়ার আশঙ্কা করছে নিহতের পরিবার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন