পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন বিএনপি জনপ্রিয়তা হারিয়ে রাজনীতিতে এখন দিশেহারা হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভুমখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী আরও বলেন, রাজনীতির নামে অতীতে আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করা, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা বিএনপিকে বাংলাদেশের মানুষ আর রাষ্ট্রীয় ক্ষমতায় কখনোই দেখতে চায় না। তারা রাজনৈতিকভাবে জনপ্রিয়তা হারিয়ে এখন পুরোপুরি জনবিচ্ছিন্ন ও দিশেহারা হয়ে পড়েছেন।
ভুমখাড়ার ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ হোসেন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সহ-সভাপতি হাজী আব্দুল ওহাব বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হাচান আলী রাড়ী, সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ, সাধারণ সম্পাদক মাস্টার হাসাদুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারীসহ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
ত্রিবার্ষিক সম্মেলনে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এর আগে, এনামুল হক শামীম পদ্মার ডানতীর রক্ষাবাঁধ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/শফিক