ফেনীর দাগনভূঞায় ছোট ভাই আবু তাহেরের রডের আঘাতে বড় ভাই আমেরিকা প্রবাসী আবু আহম্মদ খুন হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের পূর্ব মোমারিজপুর গ্রামের ইউছুপ মেম্বারের বাড়িতে সম্পত্তির বিরোধের জের ধরে ছোট ভাই আবু তাহের বড় ভাই আবু আহম্মদকে মঙ্গলবার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেন। পরে বাড়ির লোকজন তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ও পরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ অভিযুক্ত ছোট ভাই আবু তাহেরকে আটক করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
বিডি-প্রতিদিন/শফিক