অনুপ্রবেশের দায়ে ভারতের শিশু শোধনাগারে ১৪ থেকে ১৬ মাস মেয়াদে আটক থাকার পর চার বাংলাদেশি শিশু-কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় অভিবাসন পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখা দিয়ে দেশে ফিরে আসে তারা।
বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারত হিলি অভিবাসন পুলিশের ওসি শিপ্রা রায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি রফিকুজ্জামানের হাতে চার শিশু-কিশোরকে হস্তান্তর করেন। জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
বাংলাদেশে ফেরা চার শিশু-কিশোররা হলো রাজশাহীর বোয়ালীয়া থানার মিঠু মিয়ার দুই ছেলে জহিরুল ইসলাম (১২) ও আলামিন ইসলাম (১৪), সুনামগঞ্জ জেলার সদর থানার সাহাবদ্দিনের ছেলে নূর মোহাম্মদ (১৫) ও পঞ্চগড় জেলার আটোয়ারী থানার রাজু ইসলামের ছেলে আরিফ হোসেন (১০)।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি রফিকুজ্জামান জানান, কোন প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই ওই চার শিশু-কিশোর হিলি ও পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে গেলে সেদেশের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে। বয়স কম হওয়ায় আদালত তাদের বালুরঘাট ও রায়গঞ্জ শিশু শোধনগারে পাঠায়।
বিডি-প্রতিদিন/শফিক