নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। পরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত যুবকের পরনে ছিল কালো ফুলপ্যান্ট ও সাদা টি-শার্ট। ধারণা করা হচ্ছে লাশ অনেক দিন ধরেই পানিতে ছিল। লাশটি অর্ধগলিত হওয়ায় মৃত্যুর কারণ জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/শফিক