নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে নারীদের উত্ত্যক্তকারী গ্যাংস্টার গ্রুপের ৭ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর একটি টিম। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।
এর আগে, বৃহস্পতিবার ভোরে ফতুল্লার ইসদাইরের গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি চাকু ও ২টি গুলতি। আটককৃতরা হলো আলামিন (৩৪), রফিক (৫২), আবির (২৯), ইমরান (৫১), আবির হোসেন (২৮), রুবেল (২৮) ও মামুন হোসেন ওরফে শাওন (৩০)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গ্যাংস্টার গ্রুপের সদস্য বলে স্বীকার করেছে। তারা নারী পোশাক শ্রমিকদের উত্ত্যক্ত করে আসছিল। তাদের নেতৃত্ব দেয় উজ্জ্বল নামে গাবতলী নতুন বাজার এলাকার এক সন্ত্রাসী। সে পলাতক রয়েছে। গ্রুপটি সন্ত্রাসী কার্যক্রম, ছিনতাইসহ এলাকায় অপরিচিত লোক দেখলেই নানাভাবে হেনস্থা করত। তারা সাধারণ মানুষের সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল, মহিলাদের ব্যাগ ছিনতাই করত। দীর্ঘদিন ধরে নজরদারির পর তাদেরকে আটক করে র্যাব।
বিডি-প্রতিদিন/শফিক