নিখোঁজের ৪ দিন পর ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নে আবু সাঈদ (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের মীরের কাপাষহাটিয়া বাজারের পাশে রেললাইনের ডোবা থেকে তার লাশ উদ্ধার করে মধুখালী থানা পুলিশ।
মধুখালী থানার পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার আমরা ঘটনাস্থলে গিয়ে বিকালে রেলের ডোবা থেকে লাশ উদ্ধার করি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। তাৎক্ষণিকভাবে মৃত্যু রহস্য জানা যায়নি।
উল্লেখ্য, আবু সাঈদ কাপাষহাটিয়া গ্রামের লোকমান হোসেন খানের শিশু পুত্র। গত ২১ অক্টোবর সন্ধ্যা থেকে নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজির পরও না পেয়, গত ২২ অক্টোবর শিশুটির পিতা মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বিডি-প্রতিদিন/শফিক