টেকনাফে অভিযান চালিয়ে ১৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৭শ' পিস ইয়াবাসহ দুই মাকদ ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।বৃহস্পতিবার দুপুরে হ্নীলা ইউনিয়নের পূর্ব আলীখালী মেসার্স আলী হোসেন মার্কেটের সামনে থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালী এলাকার মৃত আইয়ুুব আলীর ছেলে আব্দুল খালেক (২৩) ও একই ইউনিয়নের লেদা এলাকার নজুর আহম্মদের ছেলে জিয়াউল হক(২০)।
র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লে. কমান্ডার মির্জা শাহেদ মাহতাব বলেন, দুপুরে হ্নীলা পূর্ব আলীখালী মেসার্স আলী হোসেন মার্কেটের সামনের সড়কে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা।
বিডি-প্রতিদিন/শফিক