বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক মানসিক প্রতিবন্ধীর (৩৫) কন্যা সন্তানের জন্ম হয়েছে। গত বুধবার দিবাগত রাত ২টায় হাসপাতালের অপারেশন থিয়েটারে জরুরি অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সব শেষ খবর পাওয়া পর্যন্ত নবজাতক ও তার মা সুস্থ আছেন। মধ্য বয়সী ওই নারী পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হওয়ায় নবজাতককে আগৈলঝাড়ার সরকারী বেবীহোমে পাঠানো হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।
শেবাচিম হাসপাতালে দায়িত্বরত নগর পুলিশের বিশেষ শাখার এসআই ছগির হোসেন জানান, গত বুধবার রাত ১২টার দিকে নলছিটির রায়পুরা থেকে তাহমিনা বেগম নামে এক প্রতিবন্ধী নারীকে স্থানীয়দের সহায়তায় মেডিকেলে ভর্তি করেন তিনি। ওই নারী তখন প্রসব বেদনায় ছটফট করছিলো। সে কোন কথা বলে না। জিজ্ঞাসা করলে কোন উত্তর দেয় না। এমনকি সে মা হতে যাচ্ছে তাও বুঝতে পারেনি। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করলে তারা দ্রুত পদক্ষেপ নেন।
হাসপাতালের গাইনী ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. ইকবালুর রহমান জানান, বুধবার গভীর রাতে খবর পেয়ে অপারেশন থিয়েটারে জরুরী ভিত্তিতে মানসকি প্রতিবন্ধী নারীর সিজারিয়ান অপারেশন হয়। রাত ২টায় তার কন্যা সন্তানের জন্ম হয়।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, মহিলাটি পুরোপুরি মানসিক ভারসাম্যহীন। মা ও নবজাতকের চিকিৎসায় সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। মা ও নবজাতক সুস্থ হলে তাদের লালন-পালনের জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিভাগীয় বেবী হোমের পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ