মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের মৌলভীবাজার সড়কের ৩ নং পুল এলাকায় নজরুল কমিউিনিটি সেন্টারের পার্শ্বের একটি চায়ের দোকান থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, পাখিগুলো বিক্রির জন্য রাখা হয়েছিল। যেহেতু আইনত পাখি বিক্রি করা দণ্ডনীয় অপরাধ তাই সেগুলোকে আমরা নিয়ে এসেছি। কাল লাউয়াছড়া জাতীয় উদ্ধ্যানে ছেড়ে দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ