কুমিল্লায় আজ থেকে শুরু হয়েছে দুইদিন ব্যাপী শচীন মেলা। সংগীতজ্ঞ শচীন দেব বর্মণের নামে আয়োজিত মেলায় ১৮টি স্টল থাকবে। স্টলে শচীনের জীবনীসহ কুমিল্লার ইতিহাস ঐতিহ্য এবং প্রত্ন সম্পদের পরিচিতি তুলে ধরা হবে।
নগরীর দক্ষিণ চর্থায় শচীনের বাড়ির প্রাঙ্গণে আয়োজিত মেলায় প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। সভাপতিত্ব করবেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
প্রতিদিনই থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা প্রশাসক।
উল্লেখ্য-উপমহাদেশের কালজয়ী সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণ ১৯০৫ সালের ১ অক্টোবর কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় জন্মগ্রহণ করেন। ১৯ বছর বয়সে তিনি চলে যান কলকাতায়, সেখানে ছিলেন ১৯৪৪ সাল পর্যন্ত। ১৯৪৪ সালে তিনি সপরিবারে মুম্বাই চলে যান। মুম্বাই চলচ্চিত্র জগতে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের মর্যাদা লাভ করেন। ভারত সরকার তাকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করেন। শচীন দেব বর্মণ ১৯৭৫ সালের ৩১ অক্টোবরে মৃত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা