চাঁপাইনবাবগঞ্জের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. এনামুল হক ফিটু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে শহরের শান্তিবাগে নিজ বাসভবনে মৃত্যবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। আজ বিকেল সাড়ে ৪টার সময় মৃধাপাড়া গোরস্থানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এনামুল হক বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে কলেজ প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমরান ফারুক মাসুম, বর্তমান সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট।
বিডি প্রতিদিন/ফারজানা