‘সবুজে বাঁচি সবুজ বাঁচাই, যুক্তি দিয়ে জীবন সাজাই’ এ স্লোগানে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে শুক্রবার এনডিএফ বিডি ৬ষ্ঠ খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ খুলনা অঞ্চল এ প্রতিযোগিতার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হাবিবুল হক খান। অধ্যাপক টিএম জাকির হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা পরিবেশ অধিদপ্তরে পরিচালক সাইফুর রহমান খান ও ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান একেএম শোয়েব।
এতে খুলনা বিভাগের ১০টি জেলার এক হাজার বিতর্কপ্রেমী ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
বিডি প্রতিদিন/ফারজানা