পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের দৌলতদিয়া প্রান্তে ঘাট সমস্যার কারণে বিঘ্ন ঘটছে এই নৌ-রুটের ফেরি পারাপারে। এতে পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
দীর্ঘ যানজট ও গুড়িগুড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের এজিএম জিল্লুর রহমান জানান, এই নৌ-রুটের দৌলতদিয়া প্রান্তের ৫টি ঘাটের মধ্যে ১টি ঘাট বন্ধ এবং ৩নং ঘাটের ২টি পকেট বন্ধ থাকায় ওই প্রান্তে ফেরি ভিড়তে সমস্যা হচ্ছে। দৌলতদিয়া প্রান্তের ঘাট সমস্যার কারণে এই নৌবহরের ১৮টি ফেরির মধ্যে ১০/১১টি ফেরি দিয়ে পারাপারা করা হচ্ছে যানবাহন। সবগুলো ফেরি অপারেশনে রাখতে না পারায় যানজটের সৃষ্টি হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম