শরীয়তপুর জেলার ৩ হাজার চোখের রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে।
শুক্রবার সকাল ৭টা থেকে শরীয়তপুর পৌরসভার সভাকক্ষে বিনামূল্যে ১০ জন বিশেষঞ্জ চিকিৎসক দাড়া ৩ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ,চশমা বিতরণ করা হয়েছে। এছাড়া চোখের ছানি অপারেশন, লেন্স বসানোর কাজ সপ্তাহব্যাপী চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অপারেশনের জন্য বাছাইকৃত ৫শ’ রোগীর বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে সংস্থা কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/কালাম