বগুড়া-রংপুর মহাসড়কে শুক্রবার গভীর রাতে বাস উল্টে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শিবগঞ্জ উপজেলার রহবল পুলিশ বক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি নৈশকোচ ঢাকা যাচ্ছিল। তবে ব্যাপক বৃষ্টিপাতের মধ্যে বাসটি শিবগঞ্জ উপজেলার রহবল পুলিশ বক্সের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ধানক্ষেতে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোছাঃ শাবনুর আক্তার (২২) ও তার আড়াই বছর বয়সী মেয়ে শিশু মঞ্জিলা। তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বহরা গ্রামে। দুর্ঘটনায় আরও প্রাণ হারান নাম মেহেদী হাসান (৩)। সে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার পারগাঁও গ্রামের আল আমিনের সন্তান।
আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা