নেত্রকোনার সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারে বিদ্যুৎস্পৃষ্টে খেলন রবিদাস (১৪) নামের এক সেলুন কর্মচারীর মৃত্যু হয়েছে।
নিহত খেলন ঠাকুরাকোনা ইউনিয়ন বাজার এলাকার নন্দু রবিদাসের ছেলে।
শুক্রবার সকালে সেলুনে কাজ করার সময় কারেন্ট চালিত হেয়ার কাটার মেশিনে কাজ করতে গেলে অসাবধানতাবশত লিক তারে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুল কাটার মেশিনের তারে লিকেজ থাকায় এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা হাসপাতাল থেকে লাশ বাড়ি নিয়ে গেছে।
বিডি প্রতিদিন/কালাম