ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দৈনিক বর্তমান পত্রিকার আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি সাংবাদিক হারান মিত্র কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার মিরপুরের আল হেলাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। তার মৃত্যুতে পরিবারের স্বজন, সাংবাদিক ও সুধীমহলে শোকের ছায়া নেমে এসেছে।
সাংবাদিক হারান মিত্র উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চাঁদড়া গ্রাামের সুভাষ মিত্র ও সন্ধ্যা রানী মিত্রের একমাত্র ছেলে। মৃত্যুকালে ১১ বছরের ছেলে পিয়াস মিত্র ও দেড় বছরের কন্যা প্রিয়ন্তী মিত্র নামে দুই সন্তান রেখে গেছেন তিনি।
বিডি প্রতিদিন/কালাম