জামালপুরের ইসলামপুর উপজেলায় বাচ্চু মিয়া নামে এক হত্যা মামলার আসামিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে তার জেঠাতো ভাই জিয়ার উদ্দিনের বসতঘরে একাই ঘুমাতে যান বাচ্চু মিয়া(২৫)। রাতের কোন এক সময়ে বাচ্চুকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে আজ দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে বাচ্চু মিয়ার মৃতদেহ উদ্ধার করেছে।
নিহত বাচ্চু মিয়া চরপুটিমারী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের সোনাহার মিয়ার ছেলে। বাচ্চু মিয়া হত্যা মামলার আসামি ছিলেন। কদিন আগেই জামিনে মুক্ত হয়ে নিজ গ্রামে ফিরে আসেন। তার বাবা সোনাহার মিয়াও বর্তমানে একটি হত্যা মামলায় জেল হাজতে রয়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর হাসাপাতল মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন