প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। বঙ্গবন্ধুর কন্যার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল গ্রাম হবে শহরের ন্যায়। জনগণ শহরের মত সকল সুযোগ সুবিধা গ্রামে বসে পাবে। তার সেই প্রতিশ্রুতি মতো বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ফেনীসহ আজ সারাদেশে সার্বিক উন্নয়ন হচ্ছে।
ফেনীর পরশুরামে বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপুর নামে একটি কমিউনিটি সেন্টার এর ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা শেখ হাসিনার সাথে আছেন। একজন বীর মুক্তিযোদ্ধার নামে এই অঞ্চলে এ রকম একটি কমিটিউনিটি সেন্টার স্থাপন হওয়ায় এলাকাবাসী ও আমরা গর্ব বোধ করছি।
এ সময় আরও বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক সভাপতি এনামুল করিম মজুমদার বাদল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আহমেদ মজুমদার মীরু, সাবেক ডিপুটি কমান্ডার কামাল উদ্দিন।
মোনাজাত পরিচালনা করেন মুক্তিযুদ্ধকালীন থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মাও. আজিজুল হক মজুমদার এবং সমাবেশে সভাপতিত্ব করেন নুরুল আলম মজুমদার মহি।
বিডি-প্রতিদিন/মাহবুব