স্বামীর সাথে পারিবারিক বিরোধের জের ধরে নিজ মেয়েকে ওষুধের কথা বলে বিষ খাওয়ালেন এক পাষণ্ড মা। পরে সেই মা নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে। বর্তমানে মা ও মেয়েকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পর্যবেক্ষনে রাখা হয়েছে।
হাসপাতালের চিকিৎসকেরা জানান, মা ও মেয়ে এখনো শঙ্কামুক্ত না হওয়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, নগরকান্দার ভবুকদিয়া গ্রামের লিটন মোল্যা স্থানীয় ভবুকদিয়া বাস স্ট্যান্ডে হার্ডওয়্যারের দোকান করতো। পারিবারিক কারণে দীর্ঘদিন ধরে লিটনের সাথে স্ত্রী মৌসুমীর মনোমালিন্য চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে তাদের মাঝে ঝগড়া হয়। রাতে মৌসুমী তার শিশু কন্যা ফায়জা ইসলাম (৮) কে ওষুধের কথা বলে মুখে বিষ ঢেলে দেন। পরবর্তীতে নিজেও বিষপান করেন। কিছুক্ষণ পর দুজনেই মারাত্বক ভাবে অসুস্থ হয়ে পড়ে। রাতে দ্রুতই তাদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।
মৌসুমীর দেবর টিটু মোল্যা জানান, ফায়জা কিছুটা সুস্থ থাকলেও তার মায়ের অবস্থা আশংকাজনক। তিনি জানায়, মাঝে মধ্যে ঝগড়া হলেও ভাবি এমন কাজ করবে তা তারা ভাবতেও পারেননি।
হাসপাতালে চিকিৎসাধীন ফায়জা জানান, তার মা বলেছে, তোমার বাবা এই ওষুধ পাঠিয়েছে। এটি খেলে শক্তি হবে।
হাসপাতালে চিকিৎসকেরা জানান, মা ও মেয়ের অবস্থা আশংকামুক্ত নয়। ফলে তাদের দুইজনকেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে লিটন মোল্যা জানান, সংসারের কিছু বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয়। এতে তার স্ত্রী এমন কাণ্ড করে বসবে তা তিনি কল্পনাও করতে পারছেন না।
বিডি-প্রতিদিন/মাহবুব