সাভারে হাতে হাতকড়া লাগানো অবস্থায় পুলিশকে মারধর করে পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামিকে পুরো এলাকা ঘেরাও করে আবারও গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে সাভারের গার্লস স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত আসামির নাম কৃষ্ণ পাল। সে সাভার গার্লস স্কুল রোডে পাল পাড়ার নকুল পালের ছেলে। কৃষ্ণ পালের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, একাধিক মামলার আসামি কৃষ্ণ পালকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে নামাবাজার এলাকায় আসলে তিনি হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। পরে পুরো বাজার ঘিরে ফেলে আবারও তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
এই ঘটনার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন. হাতে হাতকড়া লাগিয়ে থানার আনার সময় পুলিশকে মারধর করে হ্যান্ডকাফ নিয়েই পালিয়ে যায় সন্ত্রাসী কৃষ্ণ পাল। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার ঘটনায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন