শুক্রবার বগুড়ায় হয়ে গেল বাংলাদেশ গ্রাম থিয়েটারের রাজশাহী ও রংপুর বিভাগীয় অঞ্চলের প্রতিনিধি সম্মেলন। এই সম্মেলনে যোগ দেয় উত্তরের ১৬ জেলার বিভিন্ন সংগঠনের নাট্যকর্মী ও নাট্যশিল্পী এবং কলাকুশলীরা।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের রাজশাহী রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন শহরের শহীদ টিটু মিলনায়তনে শুরু হয় সকাল ১০টায়।
জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, উদ্বোধন, আনন্দ পদযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা, দুপুর আড়ায়টা থেকে পালা গান, বৃন্দআবৃত্তি, নৃত্য, ভাওয়াইয়া সঙ্গীত ও নাটক এবং সন্ধ্যায় সম্মেলন সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটার সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাব সভাপতি মোজাম্মেল হক, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, গ্রাম থিয়েটারের প্রেসিডিয়াম সদস্য কাজী সাঈদ হোসেন দুলাল, গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না ও রাজশাহী-রংপুর বিভাগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল হান্নান, বগুড়া বাউল গোষ্ঠির সভাপতি আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন