বিয়ের এক সপ্তাহ না যেতেই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এনায়েত হোসেন সুজন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় চরফকিরা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে খোকন (৩৫) আহত হয়।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বসুরহাট-চাপ্রাশিরহাট সড়কের চরফকিরা ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন চরফকিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাঝি বাড়ির অজি উল্যাহ প্রকাশ মিয়ার ছেলে। গত ১৮ অক্টোবর (শুক্রবার) সুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে মোটরসাইকেল যোগে চাপ্রাশিরহাট বাজারে যাওয়ার সময় মোল্লার দোকান সংলগ্ন এলাকায় পৌঁছালে সিএনজির সাথে সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, এ বিষয়ে এখনও আমরা জানি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন