‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ স্লোগানে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়।
শনিবার সকালে কেক কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এরপর জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরপর পুলিশ সুপার আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, জেলা পরিষদের চেয়ারম্যান এবিএম জাফর উল্লাহ, পিটিসির সিনিয়র পুলিশ সুপার ফারহাদ আহমেদ, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খান, সদর উপজেলা চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, জেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্লাহ, সাধারণ সম্পাদক মিয়া শাহজাহান।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও কমিউনিটি পুলিশিং-এর কাজে অবদানের জন্য স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/কালাম