‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে জেলা পুলিশ ও কমিউিনিটি পুলিশিং কমিটির যৌথ আয়োজনে সদর পুলিশ সুপারের অফিসের সামনে থেকে এশটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় টাউন ক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা পুলিশিং কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম খান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তোসি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাংবাদিক ডাবলু কুমার ঘোষসহ অন্যরা।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ