‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে আজ শনিবার সকালে শহরের হামদহ এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। এতে ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দু হাই।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার হাসানুজ্জামান, পৌর মেয়র সাইদুল করিম প্রমুখ।
এছাড়া পুলিশ বিভাগের কর্মকর্তাগণ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণসহ সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা