ময়মনসিংহের ফুলপুরে একরাতে চার দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মোকামিয়া বাজারে ওই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, নগদ টাকা, টিভি, কম্পিউটার, এলইডি, মোবাইল স্ক্র্যাচ কার্ড, ঔষধ, তেল, সাবান ও আতপ চালসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।
সরেজমিন গিয়ে জানা যায়, মোকামিয়া বাজারের ৪টি দোকানের তালা কেটে মালামাল চুরি করা হয়েছে।
ওসি ইমারত হোসেন গাজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা