"পুলিশের সাথে কাজ করি, মাদক মুক্ত সমাজ গড়ি" এই প্রতিপাদ্যে নেত্রকোনায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।
দিনটি উপলক্ষে আজ শনিবার সকালে জেলা পুলিশের আয়োজনে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার কার্যালয়ে সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান শেফালী কেক কেটে শান্তির প্রতীক পায়রা ও বেলুন ঊড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ শেষে পাবলিক হল মিলনায়তনে পুলিশ সুপার আকবর আলী মুনসীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য রহমান খান শেফালী, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং কার্যকরী সভাপতি প্রবীণ চিকিৎসক ডাক্তার এম এ হামিদ, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিনসহ আরও অনেকে।
এ সময় সন্ত্রাস-জঙ্গিবাদ মাদক নির্মূলে কমিউনিটি পুলিশিং ব্যাপক ভূমিকা রাখছে। তাই এই কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিতে আরো উন্নত যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/ফারজানা