র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাগুরায় স্কুল ব্যাংকিং কনফারেন্স শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা তফসিলভুক্ত ১৪টি ব্যাংকের আয়োজনে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ সোনালী ব্যাংকের এসিস্টান্ট জেনারেল ম্যানেজার দিব্যেন্দু দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনার ডেপুটি জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক আফাজ উদ্দিন, যশোর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আলতাফ হোসেন, মাগুরা জেলা শিক্ষা অফিসার রণজিৎ কুমার মজুমদার, শিক্ষার্থী পলক দত্ত ও সুমাইয়া ইসলাম।
কনফারেন্সে বক্তারা স্কুল ব্যাংকিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের আরও বেশি সঞ্চয়ী হওয়ার আহ্বান জানান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
বিডি প্রতিদিন/কালাম