কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বগুড়ায় বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় শহরের শহীদ খোকন পার্ক থেকে বিশাল বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালির উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, বগুড়া চেম্বার অব কমার্স সভাপতি মাসুদুর রহমান মিলন, কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাজাহান আলী, মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সফিজুল ইসলাম, মোকবুল হোসেন, আব্দুল জলিল, অতি: পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, তাপস কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশগ্রহন করেন।
অতি: পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বগুড়া জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ৫ হাজার মানুষ অংশগ্রহন করেন। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, বিতর্ক, নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার দেয়া হয়। এছাড়া কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক মোজাম্মেল হক ও পুলিশ কর্মকর্তা নান্নু শেখকে কমিউনিটি পুলিশিং এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এদিকে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়া শহরের উপশহর এলাকায় বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালি শেষেসহ অধিনায়ক (পুলিশ সপার) আবু সাইম এর সভাপতিত্বে ৪ এপিবিএন স্কুলের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, পুলিশ পরিদর্শক (নিঃ) সাবের রেজা আহমেদ, আশিকুর রহমান, অধ্যক্ষ এটি এম মস্তোফা কামাল, এসআই আহসান হাবিব, কনস্টেবল মারুফ হাসান, শিক্ষক মিজানুর রহমান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ