ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাহিদুল ইসলাম (১২) নামে এক মাদ্রাসাছাত্র এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। সে দেবগ্রাম মাজহারুল হক মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র। জাহিদুল পৌরশহরের দেবগ্রামের মোজাম্মেল হকের পুত্র।
শনিবার দুপুর পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। এ ব্যপারে জাহিদুল ইসলামের পিতা মোজাম্মেল হক গত ২২ অক্টোবর আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাধারণ ডায়েরি ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম ছাত্রাবাসে থেকে মাদ্রাসায় পড়ালেখা করে। খাবারের সময় বাড়িতে গিয়ে খেয়ে আসে। গত ২০ অক্টোবর দুপুরে সে বাড়িতে না গেলে তার পিতা মাদ্রাসায় গিয়ে খোঁজ নেয়। মাদ্রাসার শিক্ষকরা জানায়, সে দুপুরে কোন এক সময় মাদ্রাসা থেকে চলে গেছে আর মাদ্রাসায় ফিরে আসেনি।
জাহিদুল ইসলামের পিতা মোজাম্মেল হক বলেন, সে খাওয়ার সময় বাড়িতে যায়। কিন্তু ওই দিন দুপুরে বাড়িতে যায়নি। এরপর থেকে তার কোন খোঁজ পাচ্ছি না। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেছি কোথাও সে যায়নি।
মাজহারুল ইসলাম মাদ্রাসার প্রিন্সিপল মাওলানা আসয়াদুজ্জামান বলেন, ওই দিন ৩টি ক্লাসের পরে কোন এক সময় জাহিদ মাদ্রাসা থেকে চলে গেছে, এরপর আর ফিরে আসেনি। আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. আরিফুল আমিন বলেন, এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।
বিডি-প্রতিদিন/শফিক