ময়মনসিংহের ফুলপুর উপজেলার মোকামিয়া বাজার সংলগ্ন গুচ্ছ গ্রামটি ঢাকা-শেরপুর মহাসড়কের দু’পাশে বিভক্ত। দু’পাশে দুটি বড় পুকুর রয়েছে। দক্ষিণ পাশের পুকুরের পাড়ে রয়েছে একটি বয়স্ক কমিউনিটি সেন্টার। সেন্টারটি পুকুরে ভেঙে পড়ায় কয়েক বছর ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
পুকুর পাড়ের বড় বড় গাছের গোঁড়া থেকে প্রতিবার বৃষ্টির কারণে মাটি সরে গিয়ে গাছ ভেঙে পড়ছে পুকুরে। যেগুলো এখনও ভেঙে পড়েনি ওইসব গাছের গোঁড়ায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। এ কারণে শুধু গাছ নয় বরং পুকুর পাড় ঘেঁষা বাড়িঘর ও হুমকির মুখে রয়েছে।
গুচ্ছগ্রাম সমিতির সভাপতি ফজলুল হক জানান, এরশাদের আমলে এই গুচ্ছগ্রামটি হয়েছিল। আমরা এখানে ২৪টি পরিবার বাস করি। ছেলেমেয়েসহ সদস্য সংখ্যা প্রায় ৩শ' জন। আমাদের অধিকাংশ ঘর পুকুরপাড় ঘেঁষা। পাড় ভেঙে ভেঙে এখন ঘরও ভাঙনের মুখে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, আজ শনিবার দুপুরে তিনি গুচ্ছগ্রামটি পরিদর্শন করেছেন। এ সময় বড় বড় গাছগুলো কেটে পুকুরের পাড় বেঁধে দেওয়াসহ কমিউনিটি সেন্টারে শিগগিরই শিক্ষা ব্যবস্থা চালু করারও আশ্বাস দেন তিনি।
বিডি-প্রতিদিন/শফিক