মেহেরপুর মুজিব নগর উপজেলার বাগোয়ান গ্রাম থেকে ১শ' ২০ বোতল ফেনসিডিলসহ শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা ডিবি পুলিশের একটি দল। শনিবার দুপুরে তাকে আটক করা হয়। আটক শফিকুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার বয়রা গ্রামের রেজাউল হকের ছেলে।
মেহেরপুর ডিবি পুলিশের ওসি রবিউল ইসলাম বলেন, গোপোন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই তারিকুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মুজিবনগর থানার বাগোয়ান গ্রামে রশিকপুর ব্রিজে অভিযান চালায়। এসময় ১শ' ২০ বোতল ফেনসিডিলসহ শফিকুলকে আটক করা হয়। আটক শফিকুলের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে ডিবিপুলিশ কার্যালয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক