ঝিনাইদহে জেলা কারাগারে নন্দ কুমার দাস নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। সে জেলার কালীগঞ্জ উপজেলা কুল্লাপাড়া গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে।
ঝিনাইদহ কারাগারের জেলার নিজাম উদ্দিন জানান, গত ২২ অক্টোবর ডাকাতি মামলায় আদালত নন্দ কুমার দাসকে জেলহাজতে প্রেরণ করেন। শনিবার সকালে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে ময়না তদন্ত রিপোর্ট তা বলা যাবে।
বিডি-প্রতিদিন/শফিক