চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কথিত 'তিন জিনের বাদশা'কে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন সাইফুল ইসলাম, মুক্তার রহমান এবং শীপন চন্দ্র মহন্ত। শনিবার ভোর রাতে বাকলিয়া থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, এ প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন মানুষের মোবাইল নম্বর সংগ্রহ করে। এরপর জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করে। গোপন সংবাদের ভিত্তিতে এ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। সম্প্রতি এক নারীর কাছ থেকে পৌনে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এসেছে।
বিডি-প্রতিদিন/শফিক