‘পুলিশের সঙ্গে কাজ করি, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই স্লোগানকে ধারণ করে সারা দেশের ন্যায় সাভারেও নানা আয়োজনের মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ-১ এর কার্যালয়ে র্যালি, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়।
এসময় ঢাকা ১৯-আসনের সাংসদ ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বিজিএমইএ’র সভাপতি রুবানা হক, শিপ্ল পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বেলুন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পরে অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, শ্রমিক নেতা এবং পুলিশ সদস্যরা বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। র্যালিটি শিল্প পুলিশ কার্যালয় থেকে শুরু হয়ে আবারও একই স্থানে এসে শেষ হয়। পরে শিল্প পুলিশ আয়োজিত রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা।
এরপর শিল্প পুলিশ কার্যালয়ের হল রুমে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য প্রদান করেন। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামীনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিল্প পুলিশের আইজিপি আব্দুস সালাম।
এসময় অতিথিরা কমিউনিটি পুলিশের গুরুত্বারোপ করে দেশের জন্য কাজ করে যাওয়ার তাদের আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন