চট্টগ্রামে অভিযান চালিয়ে ২৪শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নামে মোহাম্মদ শাহ। শনিবার সকালে নগররীর স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মোহাম্মদ শাহ বান্দরবন জেলার নতুন পাড়া এলাকার আবদুল মালেকের ছেলে।
মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ শাহকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক