শিক্ষার্থীদের ক্লাসমুখী করার জন্য দিনাজপুরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলার ইকবাল হাই স্কুলের আয়োজনে মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভাল মানুষ হতে হলে আমাদের সন্তানদের স্কুলে পাঠাতে হবে। আর সেদিকে খেয়াল রাখতে হবে অভিভাবকদের। শুধু স্কুলে পাঠালেই চলবে না খেয়াল রাখতে হবে সন্তানরা কি করছে, কোথায়া যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে অভিভাবকদের বিকল্প নাই। তারাই পারে সন্তানদের মাদকমুক্ত রাখতে। প্রতিদিন স্কুলে পাঠাতে হবে। স্কুলই হচ্ছে আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার প্রথম কারিগর।
দিনাজপুর ইকবাল হাই স্কুলের গভর্নিং বডির সভাপতি গোলাম নবী দুলালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম প্রধান, দিনাজপুর পৌর কাউন্সিলর সিদরাতুল ইসলাম বাবু, মাজতুরা বেগম পুতুল, দিনাজপুর ইকবাল হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিমা সুলতানা, ম্যানেজিং গভর্নিং বডির সদস্য আহসানুজ্জামান চঞ্চল, সহকারী প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শ্যামা পদ বসাক।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন