পটুয়াখালীর গলাচিপায় শনিবার মা ইলিশ ধরার অপরাধে তিন জেলেকে আটক করা হয়েছে। এ সময় প্রত্যেককে এক সপ্তাহ করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছে গলাচিপা উপজেলার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম।
আটককৃতরা হলেন- ইমরান, ইব্রাহিম ও হেলাল উদ্দিন। তারা চরবিশ্বাস ইউনিয়নের চর নজিরের বাসিন্দা।
সূত্র জানায়, শনিবার উপজেলা প্রশাসন ও নৌ বাহিনীর যৌথ উদ্যোগে গলাচিপা উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালায়। এ সময় বুড়াগৌরাঙ্গ নদী থেকে ৩ জনকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার