‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডা. মোজাম্মেল হোসেন এমপি।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মাফুজ আফজাল, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, কমিউনিটি পুলিশিং বাগেরহাট জেলা সভাপতি অ্যাড. মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. শাহ আলম টুকু প্রমুখ।
এসময় বক্তরা বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদসহ নানা অপরাধ দমনে পুলিশ জনগণকে সাথে নিয়ে কাজ করবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন