‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা পুলিশের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে পুলিশ সুপার ফারুক আহমেদ এর সভাপতিত্বে পৌর জনমিলন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশ প্রতিষ্ঠিত হয়েছে পুলিশ ও সাধারণ জনগণের সমন্বয়ে। যাতে পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করতে পারে। আগে পুলিশ সম্পর্কে জনমনে এক প্রকার ভীতিকর ধারণা ছিল, যা কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন