সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় এক বাইসাইকেল আরোহী (৪০) নিহত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে হাটিকুমরুল গোলচত্বর মাছের আড়ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল আহমেদ জানান, রাতে হাটিকুমরুল গোলচত্বর থেকে বনপাড়াগমী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রাস্তায় ওই বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতের মাথা থেঁতলে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/মাহবুব